কুষ্টিয়া প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে মোঃ রাকিবুল হাসান (রিকো) কে সভাপতি, রিফাত আহমেদ শাওন ও পিংকী সাহা কে সহ-সভাপতি, আবু স্বরাজ কে সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম শাফি ও মোঃ হাসান কে যুগ্ন-সাধারন সম্পাদক, মোঃ ওবাইদুল্লাহ ও ইফতিকার রহমান আশিক কে সাংগঠনিক সম্পাদক, মোঃ খায়রুল ইসলাম কে দপ্তর সম্পাদক, মোঃ বুলবুল ইসলাম সাব্বির কে প্রচার সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
২৭ জুলাই সোমবার বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো: রাহুল চৌধুরী শামীম এবং সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেন।
নব গঠিত কমিটির সভাপতি মোঃ রাকিবুল হাসান (রিকো) বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ভোলা ৩-আসনের এমপি দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়, সভাপতি মো: রাহুল চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর আলম’কে ধন্যবাদ জানানোর পাশাপাশি সংগঠনের অর্পিত পবিত্র দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
তিনি বলেন, সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও ত্বরান্বিত করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায় আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো। মুক্তিযুদ্ধকে লালন করে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কুষ্টিয়া জেলার নবগঠিত কমিটির সকল নেতাকর্মীবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।