নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়া।।
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের আলাউদ্দিন নগর মোড়ে বিলাস বহুল সততা হোটেল এন্ড রেস্টুরেন্ট গড়ে উঠেছে । বিভিন্ন জায়গার যাত্রীরা এসে সহজেই খাবার খেতে বসেন এই হোটেলে । কিন্তু প্রতিদিনের মতই চলছে হোটেলটি , ভেতরে না গেলে বোঝার অবস্থা নেই যে একটা আবাসিক হোটেল অপরিস্কার , খাবার পচা-বাসি ও করোনা কালীন সময়ে তাদের নেই কোন স্বাস্থ্য সুরক্ষা ,এই অবস্থায় প্রশাসনের চোখ কে ধুলা দিয়ে রমরমা ব্যবসা করে যাচ্ছে হোটেলটি ।
গত শুত্রবার রাসেল মাহির তার ফেসবুক আইডিতে লিখেন, তারা কয়েকজন বন্ধু কুমারখালী হতে কুষ্টিয়াতে গিয়ে একজন রোগীকে রক্ত দেওয়ার পর তারা কুমারখালীর উদ্দেশ্যে রওনা হয় । এর মাঝে ক্ষুধার্ক্ত অবস্থায় তারা আলাউদ্দিন মোড়ে নেমে সততা হোটেল এন্ড রেস্টুরেন্টে যায়।
করোনা কালীন সময়ে সেই হোটেলে ছিল না কোন স্বাস্থ্য-সুরক্ষা ,কিংবা স্যানিটাইজারের ব্যাবস্থা । কোন রকম হাত ধুয়ে তারা খাবার টেবিলে গেলে হোটেলের কর্মচারীকে তারা বিরিয়ানীর অর্ডার দেওয়া হয় এবং সেটা খাওয়া শেষ করে আমরা দই খাওয়ার ইচ্ছা পোষন করি । হোটেল বয়কে বলি ভাল দই হলে আমাদের জন্য নিয়ে এসো । সে বলে ১০০% ভাল দই আজকের ? আমরা দই আনতে বলি তার পর খাওয়া শুরু করার মাত্রই দই দিয়ে পচাঁ –বাসী ,টক টক গন্ধ আসে আমরা হোটেল মালিক কে জানালে তারা আমাদের উপর চড়াও হয় ।
এক পর্যায়ে হোটেল মালিক বলে টাকা দিয়ে হোটেল থেকে বাহির হও এবং হোটেল স্টার্ফদের বলে তারা গেট বন্ধ করে দিতে । এই ভাবে সততা হোটেল যাত্রী সহ সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে । কোন আইনের তোয়াক্কা না করেই তারা বাসি খাবার বিক্রয় করে আসছে ।
এদের আইনের আওয়ার আনার জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা ।