নিজেস্ব প্রতিবেদকঃ
কুমারখালী নিউজ ২৪ ডট কম আয়োজনে ও শিবলী মাহদীর সঞ্চালনায় আগামী ২২শে জুলাই রাত ৯টায় কুমারখালী নিউজ ২৪ এর ফেসবুক পেজে এক ব্যাতিক্রমী লাইভ টক -শো দ্যা ব্যারিস্টার আড্ডা শুরু হচ্ছে যার স্পন্সর পার্টনার Dreams Digital Studio BD।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যারা থাকবেন ব্যারিস্টার রবিউল আলম সৈকত এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্টব্যারিস্টার আকাশী আক্তার,বার-এট-ল, লিংনকন্স ইন, ইংল্যান্ড,ফ্যাকাল্টি মেমবার অফ ‘ল’ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট,ভুঁইয়ান একাডেমি, ব্যারিস্টার আরশান আলী সাইফ,বার-এট-ল, লিংনকন্স ইন, ইংল্যান্ড, পিজিডিএল, ইউনিভার্সিটি অফ নর্থুমব্রিয়া,এলএলবি, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, যুক্তরাজ্য,ব্যারিস্টার আনোয়ার ছাদাত রানা বার-এট-ল, লিংনকন্স ইন, ইংল্যান্ড পিজিডিএল, কার্ডিফ ইউনিভার্সিটি,এলএলবি, ইউনিভার্সিটি অফ লন্ডন, যুক্তরাজ্য,লেকচারার ভুঁইয়ান একাডেমী ,ব্যারিস্টার জুবায়ের আক্তার,অ্যাসোসিয়েট, জামান ল’ এন্ড অ্যাসোসিয়েটস বার-এট-ল, লিংনকন্স ইন, ইংল্যান্ড,পিজিডিএল, কার্ডিফ ইউনিভার্সিটি, ওয়েলস ,এলএলএম , ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, ওয়েলস এলএলবি, ইউনিভার্সিটি অফ লন্ডন।