নিজেস্ব প্রতিবেদকঃ
জীবন সংগ্রামে হার না মানা কর্মক্ষম ও আত্মপ্রত্যয়ী নারী মোছাঃ রাহিমা খাতুন কে সেলাই মেশিন প্রদান করলো ইয়থ ডেভলপমেন্ট ফোরাম(YDF)।
কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ড জুগিয়াতে স্বামী ও তিন সন্তান নিয়ে বসবাস করেন মোছাঃ রাহিমা খাতুন। স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। নিজে হারভাঙ্গা পরিশ্রম করে ৫ সদস্যের সংসার কোন রকম পরিচালনা করেছেন। তার সংগ্রামী পথচলায় ইয়থ ডেভলপমেন্ট ফোরাম(YDF) পরিবারও সহযাত্রী।সংসারে বারতি আয় করে যাতে মেয়েদের লেখাপড়ার খরচ বহন করতে পারেন এজন্য
আজ ২১ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় তাকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিন প্রদান কালে উপস্থিত ছিলেন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, ফোরামের সদস্য সুমন আহমেদ, মেহেদি হাসান, আবু সাঈদ
ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন, সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা নিয়ে শিক্ষা, চিকিৎসা,খাদ্য ও কর্মসংস্থান নিয়ে কাজ করা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই কাজে সবার দোয়া,পরামর্শ ও সহযোগিতা চায়।