বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
কামাল লোহানীর মৃত্যুতে শোক জানিয়েছে কবিগুরুর নামে প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল ইসলাম বলেন ভাষা সংগ্রামী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক,সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রাণপুরুষ, বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যু জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন এবং জাতির ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আপাদমস্তক একজন প্রগতিশীল চিন্তা-চেতনার ব্যক্তি ছিলেন। আমরা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিবার তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হয়েছি।
উল্লেখ্য এই গুণীজনের জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়ার সনতলা গ্রামে। বাবা আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানী। মা রোকেয়া খান লোহানী। বর্ণাঢ্য জীবনে অনেক পরিচয় তাঁর৷ দেশের শিল্পসংস্কৃতি অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব এই মানুষটি ভূষিত হয়েছেন একুশে পদকসহ নানা সম্মানে। তাঁর প্রয়াণে শূন্যতা তৈরি হয়েছে জাতির সংস্কৃতির দিগন্তে।
বায়ান্নর ভাষা আন্দোলনে যোগ দেয়ার মাধ্যমে ছাত্রাবস্থায় কামাল লোহানীর রাজনীতিতে হাতেখড়ি। কামাল লোহানী দৈনিক আজাদ, সংবাদ’, পূর্বদেশ’, দৈনিক বার্তা’সহ বিভিন্ন পত্রিকার কর্মরত ছিলেন। তিনি সাংবাদিক ইউনিয়নে দু দফায় যুগ্ম-সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন। ছিলেন গণশিল্পী সংস্থার সভাপতি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।