কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষার্থীদের ক্লাস সচল রাখাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়েছে।
২৭শে জুলাই সোমবার সকাল ১১ টায় কুমারখালী মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান এর সভাপতিত্বে অনলাইন স্কুলের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ।
এ সময় আরো উপস্থিতি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশীদ, শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক,কুমারখালী সরকারি কলেজের প্রভাষক রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী মাসুদ রানা এ সময় আরো উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমসহ আইটি অভিজ্ঞ ২০ জন সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় মাননীয় সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে তার জন্য অনলাইন স্কুলের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি অনলাইন স্কুলের কাজ সফল ভাবে বাস্তবায়নের পরামর্শ দেন।
উপজেলা নির্বাহি অফিসার বলেন ,সকল স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে যার ফলে অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে এটি প্রতিটি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি সকল শিক্ষকের প্রতি আহ্বান জানান।
পরে মাননীয় সংসদ সদস্য কুমারখালী বাসস্ট্যান্ডে কুষ্টিয়া টু রাজবাড়ী হাইওয়ে রোডে আইল্যান্ডে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন করেন।