নিজস্ব প্রতিবেদক,কুমারখালী(কুষ্টিয়া)ঃ
মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব কমাতে স্বাস্থ্য বিধি মেনে চলা জরুরী। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম ধর্মালম্বী।
আর মাত্র ০৫দিন, আসছে মুসলিমদের খুশীর দিন ঈদ-উল আযহা। ঈদ উল আযহা উপলক্ষে মুসলিম ধর্মালম্বীরা তাদের স্বাধ্যমত কুরবানীর পশু গরু, ছাগল, ভেরা, মহিষ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানী করবেন।
এ সব কোরবানীর পশু বিভিন্ন হাট বাজার থেকে ক্রয় করবেন। কুমারখালী উপজেলার মুসলিম ধর্মের মানুষও তাদের পছন্দ মত উপজেলার বিভিন্ন হাট থেকে কুরবানীর পশু ক্রয় করবেন।
আজ ২৬শে জুলাই রবিবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা পশুহাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান । এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূর্মি) মুহাইমিন আল-জিহান, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মুজিবর রহমান সহ হাট ইজারাদার ।
উপস্থিত হাট কমিটির সদস্যদের উপজেলা নির্বাহি কর্মকতা রাজিবুল ইসলাম খান নিদের্শনা প্রদান করেন, হাটে আগত ব্যক্তিদের তাপমাত্রা পরীক্ষা ও হাত ধোয়ার ব্যবস্থা রাখা, মাস্ক ছাড়া কাউকে হাটে ঢুকতে না দেওয়া, হাটে ঢুকতে ও চালান পরিশোধের সময় ক্রেতাদের মাঝে কমপক্ষে এক মিটার দূরত্ব নিশ্চিত করতে হবে। এমনকি একটি পশু থেকে আরেকটিকে রাখতে হবে অন্তত ৫ ফুট দূরে সহ ১৬ টি স্বাস্থ্য বিধি নিদের্শনা মেনে কোরবানীর পশু হাটে পশু ক্রয়-বিক্রয় করার ব্যবস্থা করতে হবে।
এছাড়া সকল ধরনের নিরাপত্তার ব্যাপারে ব্যাবসায়ী ও খামারিদের আশ্বস্ত করেন তিনি।