নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলার তেবাড়িয়া রেলগেট সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর তিন বছরের শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামি ইব্রাহিমকে (৭০) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল (৮ই জুলাই বুধবার ) কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানার চৌকস এস আই কামাল সাহসীকতার সাথে শিশু ধর্ষন মামলায় অভিযুক্ত ইব্রাহিম(৭০) কে গ্রেফতার করে ।
উল্লেখ, গত ৩ জুলাই শুক্রবার দুপুরে ৩বছরের ঐ শিশুকে চকলেটের কথা বলে ডেকে নিয়ে বাড়ির সামনে থেমে থাকা সিএনজি গাড়িতে ধর্ষণ করার চেষ্টা চালায়। শিশুটি কে তার মা দেখতে না পেয়ে খোজাখুজি করতে থাকে সেই সময় শিশুটি মায়ের ডাকে সাড়া দেয়। ইব্রাহিম ও শিশুটিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। শিশুটির মাকে দেখে সঙ্গে সঙ্গে ইব্রাহিম পালিয়ে যায়।
এর পরসন্ধ্যায় কুমারখালী থানায় একটি শিশু ধর্ষন মামলা করা হয় ।