নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়া।।
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ পরিচয়ে প্রেমের সম্পর্ক করে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) ভাড়া বাসায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রাসেল আহমেদ (৩০) নামক এক যুবকের বিরুদ্ধে।
ধর্ষক কুমারখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার গোলাম মোর্শেদ মিলনের বখাটে পুত্র।ধর্ষিতা আলাউদ্দিন নগর এলাকার হিজবুল হাফেজিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
ধর্ষিতার বাবা বলেন,পুলিশ পরিচয়ে প্রতারণা করে আমার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে দুইমাস আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাসেল।এরপর কুষ্টিয়া নিশানমোড় এলাকায় একটা বাসা ভাড়া করে মেয়েকে ডেকে নিয়ে একাধিক বার ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাসেল।এক পর্যায়ে আমার মেয়ে রাসেলের প্রতারণা টের পেয়ে এড়িয়ে চললে রাসেল মুঠোফোনে অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হুমকি দেওয়া বিষয়টি জানাজানি হয়।তিনি আরো জানান,এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা স্বীকার কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান,প্রেমের সম্পর্ক ধরে অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।তিনি আরো জানান,ঘটনাটি সদর থানায় হওয়ায় ভিকটিমদের সদরে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।