লিপু খন্দকার
কুষ্টিয়ার কুমারখালীতে ২০১৯-২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার কুমারখালী আদিবাসী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি ও ধলনগর আদিবাসী বহুমুখী সমবায় সমিতির শিক্ষার্থীদের মাঝে সাইকেল ২০ টি , শিক্ষা উপকরন হিসেবে ৫০ জনকে ছাতা,টিফিন বক্স, পানির পট,স্কেল বক্স ও ৯০ জনকে ১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
আজ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে উল্লেখিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকার প্রশাসনের উপপরিচালক (উপসচিব) মৃনাল কান্তি দে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।