লিপু খন্দকারঃ
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপরা ইউনিয়নের সাঁওতা গ্রামে বাঁশ কাটতে বাধা দেয়ায় মৃত বাহাদুর শেখের ছোট ছেলে ফজলু ড্রাইভারের বিরুদ্ধে মা সবেজান্নেছা খাতুন (৯০) কে শারীরিকভাবে লাঞ্ছিত ও বড় ভাই আবুল কাশেমের বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে ।
বৃহস্পতিবার বিকেলে ফজলু বাঁশ কাটতে গেলে অশীতিপর বৃদ্ধা সবেজান্নেছা নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে মাকে লাঞ্ছিত এবং বড় ভাই ঠেকাতে গেলে তার বাড়ি ঘর ভাংচুর করে। সবেজান্নেছা জানান ১ বছর পূর্বে ছোট ছেলে তাকে ঘর থেকে বের করে দিয়ে তার জমানো ৫০ হাজার টাকা ও বয়স্ক ভাতার কার্ড কেড়ে নেয়। যে কারনে তিনি তার সমস্ত সম্পত্তি বড় ছেলের নামে রেজিস্ট্রি করে দেন। তারপর থেকেই ছোট ছেলে তাকে বিভিন্ন সময় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।
এ বিষয়ে ফজলু বলেন বড় ভাই মাকে দিয়ে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করিয়েছে।
কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।