নিজেস্ব প্রতিবেদক,কুমারখালী(কুষ্টিয়া)ঃ
মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিববর্ষ) উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান খান ,এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান । এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান (লালু), বন বিভাগের কর্মকতা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বন বিভাগ কর্তৃক সারা দেশে ১ কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে কুমারখালী উপজেলায় অচিরেই ইউনিয়ন পর্যায়ে বৃক্ষ রোপণ শুরু হবে ।