নিজেস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদীপাড়ে বসবাস করা মানুষ। নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে নদীর পানি প্রবেশ করতে পারে- এই আতংকে কাটছে তাদের।
এলাকাবাসী সুত্রে জানা যায়,রাত ১০ঘটিকার সময় কুমারখালী থানাধীন চাপড়া ইউনিয়নের চাপরা গ্রামের (সাবেক ইউপি চেয়ারম্যান নেহেদ আলীর বাড়ির পাশে) বর্ষার কারনে গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গড়াই নদীর বেড়িবাধঁ আনুমানিক ১০০ ফুট বেডিবাধ ভাঙ্গন শুরু হয়।
১৯জুলাই রবিবার উক্ত সংবাদ পেয়ে কুমারখালী থানা পুলিশ তাৎক্ষণিক স্থানীয় জনগণের সহায়তায় বালুর বস্তা, সিমেন্টের ব্লক, বাঁশের খুঁটি, বাঁশের চাটাই ইত্যাদি দিয়ে উক্ত ভাঙ্গন রোধ করেন।
উক্ত বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, গতকাল আনুমানিক রাত ১০টার দিকে কুমারখালী থানাতে ফোন আসে চাপড়া ইউনিয়নের চাপরা গ্রামের (সাবেক ইউপি চেয়ারম্যান নেহেদ আলীর বাড়ির পাশে) গড়াই নদীর বেড়িবাঁধ অনুমান ১০০ ফুট বেড়িবাঁধ ভাঙ্গন শুরু হয়েছে। এমনতাঅবস্থায় কুমারখালী থানা পুলিশের সদস্য ও স্থানীয় জনগণের সহায়তায় বাধ দিয়ে ভাঙ্গন রোধ করা হয়।
দুযোর্গকালীন ও ভাঙ্গন রোধে অগ্রণী ভূমিকা রাখায় কুমারখালী থানা পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকা বাসী ।