কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভোক্তাদের মুরগির ওজনে কম দেয়ার অপরাধে একজন বিক্রেতাকে ১ হাজার টাকা ও করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মাস্ক না পরে যত্রতত্র ঘুরে বেড়ানোর অপরাধে আরো দুইজনকে ৬’শ টাকা জরিমানা দায়ের করেছে মোবাইল কোর্ট।
৪ইআগষ্ট মঙ্গলবার সকালে কুমারখালী পৌরসভার বাজার সংলগ্ন এলাকায় কুমারখালী থানা পুলিশের সহয়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
এবিষয়ে এম এ মুহাইমিন আল জিহান জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মুরগীর দোকানে অভিযান পরিচালনা করে ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়েছে।
এছাড়াও মাস্ক না পরে যত্রতত্র ঘুরে বেড়ানোর অপরাধে আরো সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী দুইজনকে ৬০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, জনকল্যাণে এবং জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।