কুমারখালী প্রতিনিধিঃ
প্রাণঘাতি করোনা করোনা ভাইরাস রোধে ও স্বাস্থ্য বিধি মোতাবেক মাস্ক পরিধান না করায় ১২ জনকে সাত হাজার সাতশত টাকা ও সরকারি কাজে বাঁধা সৃষ্টি করায় আরো একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১২আগষ্ট বুধবার দুপুরে কুমারখালী পৌর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, “নো মাস্ক নো শপিং” মাস্ক ব্যবহার না করলে কোন প্রকার কেনাবেচা করা যাবেনা। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় মাস্ক ব্যবহারকে আমাদের অভ্যাসে পরিনিত করতে হবে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রতিটি দোকানে “নো মাস্ক নো শপিং” স্টিকার লাগাতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।