মাহমুদ শরীফ :
সন্ধ্যার পরেও দোকান খোলা রাখার অভিযোগে জরিমানা করেছে কুমারখালীর ইউএনও রাজিবুল ইসলাম খান। শনিবার কুমারখালীর কাজিপাড়া, পদ্মপুকুর মোড়, হলবাজার, স্টেশন বাজার, গণমোড় এলাকায় সন্ধ্যার পর থেকে রাত ৯.৩০ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং সরকারি স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মুল আইন, ২০১৮ অনুযায়ী ১১টি মামলায় মোট ১২,৫০০/- টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এলাকাবাসী ও পথচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। ইউএনও জানান, পৌরসভা এলাকায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এই কঠিন সময়ে ঘরে থাকাটাই সবচেয়ে নিরাপদ।
বিকাল ৪ টার পরে দোকান খোলা রাখলে এবং বাইরে কেনাকাটা করতে আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।