নিজেস্ব প্রতিবেদক,কুমারখালীঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা ও স্বাস্থবিধি।ফলে জনসাধারণ কে নির্দেশনা মানাতে কঠোর অবস্থানে প্রশাসন অব্যাহত রেখেছে নিয়মিত অভিযান।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে দোকান খোলা রাখায় এবং মাস্ক না পরায় কুমারখালী বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী ১০ টি মামলায় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সরকারি নির্দেশে অমাণ্য করায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক সেনাদলকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
এসময় রাজীবুল ইসলাম খান জানান, নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করলে এবং সরকারি নির্দেশনা অমাণ্য করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাইরে আসলে আবশ্যিক মাস্ক ব্যবহার করুন।