এনামুল হক ইমন ,কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদী থেকে ৫৫ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) বিভৎস্য লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ আগষ্ট শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার যদুবয়বা ইউনিয়নের গোবিন্দপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,শুক্রবার সন্ধায় গোবিন্দপুর বেড়িবাঁধ এলাকা সংলগ্ন গড়াই নদীতে এক ব্যক্তির বিভৎস্য লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।খবর পাওয়া মাত্রই যদুবয়বা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই লিয়াকত আলী ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন,গড়াই নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়া।খবর পেয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।তিনি আরো বলেন,উদ্ধার পরবর্তী পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে।