মাহমুদ হাসান,(কুমারখালী)কুষ্টিয়াঃ
কু্ষ্টিয়ার কুমারখালীর উপজেলার যদুবযরা ইউনিয়নের উত্তর যদুবযরা গ্রামের শতাধিক পরিবার বৃষ্টির পানিতে জলাবদ্ধ অবস্থায় জীবন যাপন করছেন কয়েক বছর ধরে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে শতাধিক বাড়ি-ঘর। এ অবস্থা চলছে ৫-৬ বছর ধরে।
ভুক্তভোগীদের অভিযোগ, বর্ষা মৌসুমে উপজেলার উত্তর যদুবয়রা গ্রামের বৃষ্টির পানি দীর্ঘ কাল অপসারিত হয়ে আসছিলো । কিন্তু পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করার পর থেকে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্হানীয় ইউপি সদস্য কয়েক দফা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফলে সেই থেকে জলমগ্ন অবস্থায় বসবাস করছেন গ্রাম শতাধিক পরিবারের প্রায় সহস্রাধিক মানুষ।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে শতাধিক পরিবার ,ডুবে আছে উত্তর যদুবযরা দেলবার শেখের বাড়ি থেকে কামাল চেয়ারম্যানের বাড়ি পযন্ত যোগাযোগের একমাত্র গ্রামীণ মাটির রাস্তার কিছু অংশ ।বছরের দীর্ঘসময় পানিবন্দি হয়ে থাকার ফলে ওইসব পরিবারের সদস্যরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।
যদুবযরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম গ্রামবাসীদের কষ্টের কথা স্বীকার করে বলেন,
ওই গ্রামের পানি নিষ্কাশনের আগের যে পথ ছিলো সেখানে জমি ভরাট করেছে স্হানীয়রা এখন তারা যে পথে পানি নিষ্কাশন করার কথা বলছেন সেখানে বাড়ি-ঘর নির্মাণ হয়েছে। বাড়ি-ঘর ভেঙে দিয়ে কি পানি নিষ্কাশনের পথ বের করা সম্ভব?
অভিযোগের বিষয়টি আজ আপনার ফেসবুক লাইভের মাধ্যমে জানতে পেরে আমি দ্রুত সরজমিন পরিদর্শন করেছি আগামীকাল থেকে স্হায়ী ভাবে জলাবদ্ধতা নিষ্কাশনের ব্যাবস্হা গ্রহণ করবো , অপরিকল্পিতভাবে ঘর-বাড়ি নির্মাণ করার ফলেই এধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।