কুমারখালী প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে গত ১৯ জুলাই রাতে হটাৎ করেই চাপড়া ইউনিয়নের চাপরা গ্রামে (সাবেক ইউপি চেয়ারম্যান নেহেদ আলীর বাড়ির পাশে) অতি বর্ষন ও গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উল্লেখিত স্থানে ১০০ ফুট পরিমান জায়গাজুড়ে বেড়িবাঁধে ভাঙ্গন শুরু হয়। বিষয়টি কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ অবগত হবার সাথে সাথে কুমারখালী থানা পুলিশকে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। থানা পুলিশ তাৎক্ষণিক স্থানীয় জনগণের সহায়তায় বালুর বস্তা, সিমেন্টের ব্লক, বাঁশের খুঁটি, বাঁশের চাটাই ইত্যাদি দিয়ে উক্ত ভাঙন রোধ করেন।
এবং পরেরদিন এলাকাবাসীর সহায়তায় স্থায়ীভাবে ভাঙন রোধের জন্য ব্যবস্থা নেয়া হয়। এলাকাবাসী জানান, হটাৎ করে রাতে বেড়িবাঁধে ভাঙন শুরু হয় এসময় আমরা বিচলিত হয়ে যায় কারন বেড়িবাঁধ ভাঙন রোধ নাহলে চাপরা, চড় চাপরা ও ভাড়রা গ্রামের কয়েক হাজার বিঘা জমি প্লাবিত হয়ে ব্যাপক আকারে ফসলের ক্ষতি হবার সম্ভাবনা ছিলো।
তাৎক্ষণিক এমপি মহোদয়ের উদ্যোগে আমরা অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। এদিকে আজ দুপুরে মাননীয় সাংসদ চাপরা বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।