নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়াঃ
কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার) এর দিকনির্দেশনায়, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে অত্র থানার চৌকস অফিসার এস আই(নিঃ)/ শিমুরুল হাসান সঙ্গীয়, এএসআই(নিঃ)/মোঃ আহাদ আলী ও এএসআই/আবুল বাশার ও ফোর্সদের সহ পরিচালিত বিশেষ অভিযানে ০১ জন ওয়ারেন্টভুক্ত আসামি (আকতার আলী মন্ডল, পিতা -মৃত আজাদ আলী, সাং- ছেউড়িয়া মন্ডল পাড়া, থানা -কুমারখালী জেলা কুষ্টিয়া)
এবং নিয়মিত মামলায় একজন আসামী (মোঃ লিয়াকত আলী(৬০), পিতা-মৃত হাতেম আলী শেখ, সাং- মিরপুর, থানা -কুমারখালী, জেলা- কুষ্টিয়া) দ্বয় কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান ,থানা এলাকার সার্বিক আইন শৃংখলা রক্ষার্থে মাদক বিরোধী সহ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।