কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া জেলা শহরের বাবরআলী গেট চামড়াপট্টি এলাকায় “এপিক” নামক একটি নকল৭ হোমিওপ্যাথিক ওষুধ কারখানায় অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমান নকল ও নিম্নমানের ওষুধ, লিফলেট, লেবেল সহ বিভিন্ন জাল কাগজপত্র ও সরাঞ্জমাদি জব্দ ও ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওষুধ আইন, ১৯৪০ অনুসারে কারখানা মালিক মোঃ তৌহিদুল ইসলাম কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, কুষ্টিয়া, ড্রাগ সুপার, ও জুডিশিয়াল পেশকার সহায়তা করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।