কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন সূত্রে জানা যায়, আজ কুষ্টিয়ার মেডিকেল কলেজে মোট ২৮২টি নমুনা পরিক্ষিত হয়। যার মধ্যে কুষ্টিয়া জেলার ১৯৬টি। এদের মধ্যে কুষ্টিয়া জেলারসদর উপজেলায় ১৬ জন, কুমারখালী উপজেলায় ৮ জন, ভেড়ামারা উপজেলায় ৮ জন, মিরপুর উপজেলায় ১ জন ও দৌলতপুরউপজেলায় ৩ জন মোট ৩৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনায় মোট আক্রান্ত ৪৯৭ জন।কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৬ জনের ঠিকানা থানাপাড়া ১ জন, কোর্টপাড়া ১ জন, জুগিয়া মন্ডলপাড়া ১ জন, হাউজিং বি ব্লক ১ জন, কুমারগাড়া কালীমন্দির লেন ১ জন, কাস্টম মোড় ১ জন, বিআরবি ১ জন, বড় আইলচাড়া ১ জন, মিনিমার্কেট পশ্চিমপাড়া (ফুলতলা) ১ জন, জুগিয়া বিএলটিসি পাড়া ১ জন, জগতি পোস্ট অফিসপাড়া ১ জন, মঙ্গলবাড়িয়া বাজার ১জন, আব্দুল আজিজ সড়ক আড়ুয়াপাড়া ১ জন, বিআরবি টাওয়ার উপজেলা মোড় ১ জন ও আড়ুয়াপাড়া ২ জন।
কুমারখালীউপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানা বাড়াদি (কয়া) ১ জন, উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ১ জন, সুলতানপুর ১ জন, কুমারখালীপৌরসভা ১ জন, শেরকান্দি (কুমারখালী পৌরসভা) ৩ জন ও কুন্ডুপাড়া (কুমারখালী পৌরসভা) ১ জন।
ভেড়ামারা উপজেলায়আক্রান্ত ৮ জনের ঠিকানা কুন্ডুপাড়া ২ জন, ১৬ দাগ ২ জন, নওদাপাড়া ২ জন, ধুবাইল ১ জন ও মাধবপুর ১ জন। মিরপুরউপজেলায় আক্রান্ত জনের ঠিকানা খেজুরতলা।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা ওয়ালটন শো–রুম ১ জন, গংগারামপুর ১ জন ও জয়রামপুর ১ জন।