কুষ্টিয়ার খোকসায় পানিতে ডুবে সুমাইয়া নামের ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ই জুন) বিকেল তিনটার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত সুমাইয়া ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে সকলের অগোচরে বাড়ির বাইরে চলে যায় সুমাইয়া। একপর্যায়ে সুমাইয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা।
বিকেল পৌনে তিন টার দিকে বাড়ির পাশের পুকুরে পানিতে সুমাইকে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. আয়েশা সিদ্দিকা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। স্বজনদের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।