কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া অটো এন্ড মেজর হাস্কিং মিল মালিক সমিতির পক্ষ থেকে সদ্য যোগদানকৃত ডিসি ফুড এস এম তাহসিনুল হকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদ্য যোগদানকৃত ডিসি ফুড তিনি গত ৫ তারিখে কুষ্টিয়া ফুড অফিসে যোগদান করেন। ইতিপূর্বে তিনি পাবনা জেলায় কর্মরত ছিলেন বলে জানা যায়।
মত বিনিময় সভার পূর্বে আজ দুপুর ১২ ঘটিকার সময় কুষ্টিয়ার অটো এন্ড মেজর হাস্কিং মিল মালিক সমিতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এবং সার্বিক বিষয়ে আলোচনা করেন।
উক্ত সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক হাজী জয়নাল আবেদীন প্রধান, সিনিয়র সহ-সভাপতি এস এম বজলুর রহমান, সিনিয়র সভাপতি সহ সভাপতি হাজী লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধক্ষ্য হাজী আবুল হোসেন সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি মোঃ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আহসান উল্লাহ, এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার ডিসি ফুড মনোয়ার হোসেন।
ফুলের শুভেচ্ছা জানানোর পর পরিচয় পর্ব শেষ করে তাদের সঙ্গে নবাগত ডিসি ফুড আলোচনা সভা করেন। উক্ত আলোচনা সভায় সমিতির সকল নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা করার জন্য সকল মিল মালিককে অনুরোধ করে বলেন বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য আপনাদের ঐকান্তিক সহযোগিতার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে চাউল সরবরাহ করে কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে ধরে রাখার চেষ্টা করবেনা।
তবে তিনি এটাও বলেন আমি দুদিন যোগদান করে দেখেছি খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ চাউল মজুদ রয়েছে এই কুষ্টিয়া জেলাতে, আমি আশা করি এই মজুদ আপনারা অব্যাহত রাখবেন।
এছাড়াও সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ডিসি ফুডকে বিভিন্ন রকমের দিক নির্দেশনামূলক তথ্য তুলে ধরেন এবং তারা আশ্বাস দিয়ে বলেন, আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।