ইবি প্রতিনিধি,কুষ্টিয়াঃ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ স্থাপনকারী ভিসি হারুন-উর-রশিদ আসকারী কে নিয়ে একটি মহল বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে তারই পরিপেক্ষিতে গত২৫ জুলাই শনিবার তার বিরুদ্ধে কুষ্টিয়া এন এস রোডে একটি মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, সহ বেশ কয়েকটি সংগঠনের ব্যানার প্রদর্শন করা হয় তারই পরিপেক্ষিতে এই সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক বিশেষ বিবৃতি প্রদান করেন,তারা বলেন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সব সময় স্বাধীনতা পক্ষের শক্তির সাথে আছে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নকারী ব্যক্তিদের সাথে সবসময় আছে এবং থাকবে তবে বিশেষ একটি চক্র ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে তাদের নিজ কার্য উদ্ধার করার চেষ্টা করছে এগুলোর সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা কোনভাবেই জড়িত নয়।
একইভাবে বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ অফিসার্স ইউনিটির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিরাও একই ধরনের বক্তব্য প্রদান করেন এবং এসকল মানববন্ধন কারী ব্যক্তিদের বিপক্ষে লিখিত অভিযোগ প্রদান করে।