কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী ৫ আগস্ট। এই উপলক্ষে কুষ্টিয়া নাগরিক পরিষদের পক্ষ থেকে আজ বিকেলে নাগরিক পরিষদের অফিস কক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। তিনি শাহীন স্কুল থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বিএ (অনার্স) পাস করেন। যুদ্ধের পর তিনি সেনাবাহিনী ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। সেখান থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন শেখ কামাল। শেখ কামাল বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন’ শিল্পীগোষ্ঠী।
এছাড়া তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতাও। অভিনেতা হিসেবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন ও আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ছিলেন ছাত্রলীগের একজন নিবেদিতপ্রাণ, সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে ‘৬৯-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে পুনরায় লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং পরে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত বরণের সময় তিনি সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষা দিয়েছিলেন। আজ ৫ ই আগস্ট শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া নাগরিক পরিষদের পক্ষ থেকে তার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে নাগরিক পরিষদের অফিস কক্ষে নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুণের সভাপতিত্বে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি সাইফুদ দৌলা তরুণ, এডভোকেট শামস তামিম মুক্তি, কাউন্সিলর শাহীন উদ্দিন, কাউন্সিলর এজাজ উদ্দিন আহমেদ, জাহিদ, ইমরুল হক লিটন ও প্রীতম মজুমদার। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ইমরান খান পলাশ