নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়াঃ
করোনায় মারা গেলেন বিআরবি’র অঙ্গ প্রতিষ্ঠান কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজের কর্মকর্তা মতিয়ার রহমান(৪০)।
রবিবার দিবাগত রাত ১১টায় কুষ্টিয়া শহরের বাবর আলী গেইটে শশুর বাড়ীতে তিনি মারা যান।
পারিবারিক সুত্রে জানা যায় গত কয়েকদিন ধরে তিনি ঠান্ডা জ্বরে ভুগছিলেন। পরে কুষ্টিয়া পিসিআর ল্যাবে করোনা টেষ্ট করিয়ে পজিটিভ রেজাল্ট পান। এর পর বাড়ীতেই চিকিৎসা চলছিল। রবিবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে অবস্হার অবনতি হয়।রাত ১১টার দিকে বাড়ীতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সোমরার সকালে প্রশাসনের সহায়তায় স্বাস্হ্য বিধি মেনে মরহুমের নিজ গ্রাম কলাবাড়ীয়াতে জানাজা শেষে দাফন করা হয়। তিনি ২ সন্তানের জনক।
এ নিয়ে এ জেলায় মোট ২৭ জনের করোনায় মৃত্যু হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।