কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে ৩৭ বছর বয়সের নাছিমা (ছদ্মনাম) নামের এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক রবিউল বিশ্বাস (৩৫) কে আটক করেছে পুলিশ। শনিবার (১লা আগষ্ট) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ধর্ষককে আটক করা হয়। ধর্ষক ঐ এলাকার মৃত কেচমত বিশ্বাসের ছেলে এবং বাকপ্রতিবন্ধী গৃহবধূ একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, গৃহবধূর স্বামী ব্যবসা প্রয়োজনে বাড়ির বাইরে থাকায় গত ২৮ জুলাই রাত আনুমানিক ১১টার সময় ধর্ষক ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে ৩১ জুলাই কুমারখালী থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ২৭, তাং ৩১/০৭/২০২০ইং।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে ধর্ষিতার স্বামী থানায় একটি মামলা দায়ের করেন এবং আজ সকালে পুলিশ সুপার এস এম তানভির আরাফাত( পিপিএম বার) মহোদয়ের দিকনির্দেশনায় বিষেশ অভিযান পরিচালনা করে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।