নিজেস্ব প্রতিবেদক,খোকসাঃ
২০১৯-২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের ছৈবাধা বিল নার্সারীর পোনা অবমুক্ত করা হয়। গতকাল রবিবার (৫ ‘জুন) দুপুরে মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করোণা জয়ী সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন , সহকারি কমিশনার ভূমি সাদিয়া জেরিন, উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান, মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী লিভ ও বিলের সুফল ভোগীগণ।
উল্লেখ্য দুই মাস আগে ছৈবাধা বিল নার্সারী পুকুরে দুই কেজি রেণু মজুদ করা হয় যা থেকে আনুমানিক চার লক্ষ পোনা উৎপাদিত হয়েছে। এবারের রাজস্ব বাজেটের আওতায় খোকসার দুটি বিলে ( বিহারিয়া ও ছৈবাধা) বিল নার্সারী স্থাপন করা হয়। বিল নার্সারিতে দুটাতেই প্রাকৃতিক মাসের সম্ভার গড়ার লক্ষ্যে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হলো।