নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়াঃ আজ জুম্মার নামাজের পর সাতবাড়িয়া মন্ডলপাড়া গোরস্থান কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ। উভয় পক্ষেরই শক্তি ও জনসমর্থন প্রদর্শনের চেষ্টা। ভেড়ামারা রিপোর্টার্স ক্লাবের সামনের রাস্তায় জনসমাগম। কমিটি গঠন নিয়ে উত্তেজনা। এমতাবস্থায় অাজ বেলা অাড়াইটার দিকে টহলরত সেনা সদস্যরা রাস্তায় ব্যাপক জনসমাগম দেখে তাদের জীপ থামিয়ে হ্যান্ড মাইকের সাহায্যে উপস্থিত বিবাদমান দুই পক্ষের লোকজনকে করোনা সংক্রমণ পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার অাহ্বান জানান। এরপর সেনা টহল দল ঐ স্থান থেকে প্রস্থান করে কাজীহাটা অভিমুখে গমন করেন। সেনা সদস্যদের উপদেশ সত্বেও গোরস্থান কমিটি নিয়ে উক্ত এলাকার বিরোধ এমন পর্যায়ে পৌছানোর লক্ষণ দেখা গেছে যে, এই বিরোধ নিয়ে সংঘর্ষ সৃষ্টির অাশংকা বিদ্যমান। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ঘটনাটির বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি মনে করছেন এই প্রতিবেদক।