নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়া।। কুষ্টিয়ার কয়েকটি এলাকায় চলছে ২১দিনের কঠোর লকডাউন চলছে । কিন্তু বৃহস্পতিবার বিকালের লকডাউন এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ওই রাতেই প্রশাসনের লকডাউন করা বাঁশের ব্যারিকেট ভেঙ্গে ফেলে সরিয়ে ফেলা হয়…! প্রভাবশালী এক মাদক সেবী ঠিকাদার এ কান্ড ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ।
শহরের ৪নং ওয়ার্ডের কোর্টপাড়া এলাকার গোশালা গলির ৬ জন বাসিন্দা করোনায় আক্রান্ত। কয়েক দিনের ব্যবধানে তারা করোনায় আক্রান্ত হয়েছেন। রেড জোন ঘোষণা করে বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী নিজে উপস্থিত থেকে গলিটি লকডাউন করেন।
গলির মজমপুর ও কোর্ট ষ্টেশন প্রান্তে বাঁশ বেধে চলাচল নিষিদ্ধ করা হয়। মাত্র সাত ঘন্টার ব্যবধানে রাত সাড়ে ১১টার দিকে প্রশাসনের লকডাউন করা কোর্ট ষ্টেশন প্রান্তে বাঁশের সেই ব্যারিকেট ভেঙ্গে ফেলা হয়। সংকটময় মুহুত্বে প্রশাসনের কাজে বাঁধা সৃষ্টিকারী এরা কারা? স্থানীয়দের ভাষ্য ওই গলির বাসিন্দা একজন সরকারী কর্মকর্তা এবং মাদক সেবী ঠিকাদার এ ঘটনা ঘটিয়েছে। ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এ ঘটনায় কোন ব্যবস্থা নেয়া হয়নি। যত শক্তিশালীই হোক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।
কুষ্টিয়া শহরের ৪নং ওয়ার্ডের কোর্টপাড়া এলাকার গোশালা গলি গতকাল ও আজকের চিত্র.