কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ বছর বয়সী বৃদ্ধ মারা গেছেন। বুধবার বিকেল ৫টায় খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কুষ্টিয়ার সিভিল সার্জন জানিয়েছেন। প্রয়াত দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা ছিলেন।
কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ১৪ জুন কুষ্টিয়া পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ বৃদ্ধের কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়। আরও অন্যান্য রোগের লক্ষণ থাকায় ১৫ জুন খুলনা করোনার জন্য নির্ধারিত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
“মৃতের স্বজনরা তার লাশ গ্রহণে রাজি না হওয়ায় প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে খুলনা থেকে মরদেহ এনে দাফন করা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হল বলেও জানান তিনি। হে আল্লাহ্ এই বান্দাকে বেহেস্তে নসিব করুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।