নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়াঃ
আজ কুষ্টিয়ায় ১ জন চিকিৎসক ও ১ জন র্যাব সদস্য সহ ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ ২০ জুন শনিবার কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তি আকারে এ তথ্য জানিয়েছেন। কুষ্টিয়া জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপিত থেকে জানা যায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৭৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১০৯, মেহেরপুর ৩৩, চুয়াডাঙ্গা ৩৪) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১১ জন, কুমারখালী উপজেলায় ১ জন, ভেড়ামারা উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলায় ৪ জন ও খোকসা ২ জন মোট ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলায় ৪ জন ও মেহেরপুর জেলায় ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ভেড়ামারা উপজেলার ১ জন, দৌলতপুর উপজেলার ১ জন, মেহেরপুর জেলার ১ জন ও চুয়াডাঙ্গা জেলার ১ জনের মোট ৪ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১১ জনের ঠিকানা লাহিনী বটতলা ১, জুগিয়া ১, ভাটাপাড়া ২, গোশালা রোড ২, র্যাব সদস্য ১,কাস্টম মোড় ১, ফুলতলা ৩। কুমারখালী উপজেলায় আক্রান্ত ব্যক্তির ঠিকানা এলংগিপাড়া। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ব্যক্তির ঠিকানা কুন্ডুপাড়া । দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা কল্যাণপুর। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা খোকসা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স (চিকিৎসক) ও গোপগ্রাম। আজ শনাক্ত ১১ জন পুরুষ, ৮ জন নারী।
এ নিয়ে কুষ্টিয়া জেলায় মোট আক্রান্ত শনাক্ত ৩৪৭ জন। পুরুষ ২৬৩ জন, নারী ৪৮ জন। নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ১৭, নারী ৮৪।
মোট আক্রান্তের দৌলতপুর উপজেলার ৪৭ জন, ভেড়ামারা উপজেলার ৫১ জন, মিরপুর উপজেলার ২৫ জন, কুমারখালী উপজেলার ৪৩ জন সদর উপজেলার ১৬৪ জন ও ১৭ জন খোকশা উপজেলার বাসিন্দা।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৪৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন। খুলনায় চিকিৎসাধীন ৩ জন। সুস্থ হয়েছেন ৮৬ জন। মৃত – ৩ জন (কুমারখালী ১, দৌলতপুর ১, ভেড়ামারা ১)।