নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়াঃ
কুষ্টিয়ায় নকল হ্যান্ডস্যানিটাইজার ও নকল স্যাভলন সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ফার্মেসির মালিক ও একজন হ্যান্ড-স্যানিটাইজার পরিবেশককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট ।
সোমবার (৬ই জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন ।
আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা শহর ও চৌড়হাস মোড়ে নকল হ্যান্ডস্যানিটাইজার ও নকল স্যাভলন সংরক্ষণ ও বিক্রয় করার দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়৷
এসময় ওষুধ আইন ১৯৪০ এর ১৮(ক) ধারা লঙ্ঘন করায় একই আইনের ২৭ ধারায় বর্ণিত শাস্তির আওতায় একটি ওষুধ ফার্মেসির মালিক ও একজন হ্যান্ড-স্যানিটাইজার পরিবেশককে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদন্ডের শাস্তি প্রদান করা হয় ।
অভিযান পরিচালনাকালে উক্ত ওষুধ ফার্মেসি ও পরিবেশকের নিকট থেকে বিপুল পরিমান নকল ও অনুমোদনবিহীন হ্যান্ড-স্যানিটাইজার ও স্যাভলন জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে কুষ্টিয়া জেলা পুলিশ ও প্রসিকিউটর হিসেবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন সহায়তা প্রদান করেন।