নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়াঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রদত্ত সরকারি নির্দেশ অমান্য ও মাস্ক ব্যবহার না করায় কুষ্টিয়া জেলা শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৩জনকে জরিমানা করা হয়েছে ।
৯ই আগষ্ট রবিবার সকালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান। অভিযানে সহায়তা করেন কুষ্টিয়া জেলা পুলিশ ।
মোবাইল কোর্ট সুত্রে জানা যায় , করোনা সংক্রমণ বিস্তার রোধে কুষ্টিয়া জেলা শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় ৫৩ (তেপ্পান্ন) জনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে৷ জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।