এনামুল হক ইমন,কুষ্টিয়া।। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের জসিম উদ্দিন মাষ্টারের বাড়ির রান্না ঘরের পাকা মেঝে খুঁড়ে ২টি গোখড়া প্রজাতির সাপ ও ২৬ টি ডিম উদ্ধার করেছে স্থানীয় সাপুড়িয়া।
জসিম উদ্দিন মাষ্টার জানান, শুক্রবার রাতে একটি সাপ বাড়ির উঠানে দেখে সাপুড়িয়া আলামিন কে খবর দেওয়া হয়। এরপর আজ শনিবার সকালে সাপুড়িয়া রান্নাঘরের পাকা মেঝে খুঁড়ে দুইটি খয়েরী গোখড়া প্রজাতির সাপসহ ২৬ টি ডিম উদ্ধার করে।
সাপুড়িয়া আলামিন জানান,এক মাসের মধ্যেই ডিম থেকে সাপের বাচ্চা ফোটার সম্ভাবনা ছিল।
এদিকে ২৬টি ডিমসহ দুইটি গোখড়া সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম উদ্দিনের বাড়িতে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।