নিজেস্ব প্রতিবেদকঃ
প্রাণঘাতি করোনা করোনা ভাইরাস রোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অভিযোগে কুষ্টিয়া জেলার বিভিন্ন রুটে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ০৪ টি মামলায় আঠাশ হাজার চারশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
গতকাল ১২ আগষ্ট বুধবার ও ১৩ আগষ্ট বৃহস্পতিবার , কুষ্টিয়া জেলার বিভিন্ন রুটে পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত ও মোঃ সবুজ হাসান । মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, কুষ্টিয়া ও প্রসিকিউটর হিসেবে মোঃ ওমর ফারুক, ইন্সপেক্টর, বিআরটিএ কুষ্টিয়া সার্বিক সহায়তা করেন।
মোবাইল কোর্ট সুত্রে জানা যায় , স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। এ সংক্রান্ত অভিযোগ জানাতে জেলা প্রশাসন, কুষ্টিয়ার কন্ট্রোলরুমে ফোন করুনঃ 01723320964 আহবান জানানো হয় ।