কুষ্টিয়া প্রতিনিধিঃ ।। ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
কেন্দ্র ঘোষিত মৌন শোক অবস্থান কর্মসূচি ১৪ আগষ্ট শুক্রবার বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির এর সামনে এ মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা।
এ সময় কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব বিশ্বাস, সহ-সভাপতি দুলাল দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, প্রচার সম্পাদক সাংবাদিক সুজন কুমার কর্মকার, সহ-দপ্তর সম্পাদক কৃষ্ণ কমল বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ নেতা উৎপল সেনগুপ্ত, প্রবীর কর্মকার, অসীম পাল, অশোক খাঁ, পুলক রঞ্জন, সুধাংশু বিশ্বাস, নারায়ণ মালাকার, নিত্য ঘোষ, স্বপন কুমার পারই কালা, শ্যামল চৌধুরী, গোপা সরকার, পরিতোষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।