নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়া।।
কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির নির্বাহী কমিটির সভা আজ কেপিসি কার্যালয়ের সাংবাদিক ফারুক আহমেদ পিনু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা।
সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, জামিল হাসান খান খোকন, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, আরিফুজ্জামান লিপটন, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন।
সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ২৫ জুলাইয়ের মধ্যে যারা বার্ষিক চাঁদা পরিশোধে ব্যর্থ হবেন তারা গঠনতন্ত্র অনুযায়ী এমনিতেই সদস্যপদ হারাবেন, জুম মিটিংয়ের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, আগামী ৮ আগস্ট কেপিসির প্রয়াত সিনিয়র সহ সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেপিসি চত্বরে স্মরণ সভা, খাদ্য বিতরণ, প্রতি মাসের ৭ তারিখে বিকেলে কেপিসির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে,
শূন্য পদে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল হোসেনকে নির্বাহী সদস্য পদে কো- আপ্ট করা হয়। । সভায় কেপিসির প্রয়াত সদস্য লাবলু ও শান্তর জন্য শোক প্রস্তাব আনা হয়।