নিজেস্ব প্রতিবেদকঃ
কোন জিনিস হারিয়ে গেলে যেমন খুব কষ্ট লাগে তেমনি পুনরায় তা আবার ফিরে পাওয়ার আনন্দটাও একটু বেশি। যেমনটি সুমি ও কামরুন্নাহারদের চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছিল, এমন ভাবেই কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ তার অফিসিয়াল ফেসবুক আইডিতে লিখেছিলেন । কুষ্টিয়ায় প্রায় ছয় মাস আগে সুমাইয়া সুমি, পিতা মোকাদ্দেস প্রামানিক, সাং- মজমপুর, থানা ও জেলা- কুষ্টিয়া এর মোবাইল ফোনটি ভুলবশতঃ হারিয়ে যায় যার এবং তার একদিন পরে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন ।
একই ভাবে কামরুন নাহার, স্বামী- আব্দুল মোমেন, কাছারিপাড়া, থানা ও জেলা- কুষ্টিয়া এর মোবাইল ফোনটি গত ফেব্রুয়ারি মাসে হারিয়ে যায়।
তার মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল যেগুলি অতীব প্রয়োজনীয় ছিল তার জন্য তাই তিনি একটু বেশিই ভেঙে পড়েন এবং ঐদিনই থানায় এসে সাধারণ ডায়েরি দায়ের করেন।
এরই প্রেক্ষিতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার নির্দেশক্রমে এবং নির্দেশনায় বিচক্ষণ অফিসার এসআই (নি:) সাহেব আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রায় ছয় মাস পর Oppo A5s এবং Samsung Galaxy A20 মডেলের দুইটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক যথাক্রমে সুমি ও কামরুন্নাহারদের জিম্মায় প্রদান করা হয়েছে।
সুমি ও কামরুন্নাহার হারানো মোবাইল দুটি হাতে পেয়ে পুলিশের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অফিসার ইনচার্জ কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।