কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের গত ৩০মে তারিখের বিশেষ বাজেট অধিবেশনে ২০২০-২১ অর্থ বছরের খসড়া বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। সে প্রেক্ষিতে ২০২০-২১ অর্থবছরের বাজেট সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করেছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্য বিধি নিয়ম মেনে অধিবেশন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন রেখা। এছাড়াও সদর উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের উর্দ্ধোতন অফিসার, ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদের ভিত্তিতে জানা যায়, বাজেট সার-সংক্ষেপঃ সমাপ্তি জের(ক+খ) পূর্ববর্তী বৎসরের প্রকৃত (২০১৮-১৯) ৩২১৭৮০১৫ টাকা, চলতি বছরের বাজেট বা চলতি বছরের সংশোধিত বাজেট(২০১৯-২০) ৭৫৯৩০০০০ টাকা, পরবর্তী বছরের বাজেট (২০২০-২১) ৭৭৪১৯৯৭১ টাকা।
রাজস্ব হিসাব প্রাপ্ত আয়ঃ মোট রাজস্ব প্রাপ্তি(১+৯), পূর্ববর্তী বৎসরের প্রকৃত আয় (২০১৮-১৯) ১৬০০০০০০ টাকা, চলতি বছরের বাজেট বা সংশোধিত বাজেট(২০১৯-২০) ৫৬০২০০০০ টাকা, পরবর্তী বছরের প্রস্তাবিত বাজেট(২০২০-২১) ৫০৪২৬২৮২ টাকা। রাজস্ব ব্যয়(১-১০), পূর্ববর্তী বছরের প্রকৃত ব্যয়(২০১৮-১৯) ১৬০০০০০০টাকা, চলতি বছরের বাজেট বা সংশোধিত বাজেট (২০১৯-২০) ৫৬০২০০০০ টাকা, পরবর্তী বছরের বাজেট (২০২০-২১) ৫০৪২৬২৮২টাকা। ২০১৯-২০ অর্থবছরের আয় ও ব্যয় ৭৫৯৩০০০০ টাকা।
২০২০-২১ অর্থবছরের আয় ৭৭৪১৯৯৭১ টাকা। বাজেট অধিবেশনে পরিচালনায় নানা শঙ্কা ও উৎকণ্ঠা ছিল। এ বছরে কোভিট-১৯ সংক্রমনের কারনে সকলে আতঙ্কের মধ্যে রয়েছে। দিন যত অতিবাহিত হচ্ছে কুষ্টিয়াতে ততই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এরই মাঝে বাজেট অধিবেশন সুষ্ঠু ভাবে শেষ হয়।