কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন (কুসিক) অনুষ্ঠিত হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
এ সময় হঠাৎ করে একটি ভোটকেন্দ্রের বুথে ইভিএম মেশিন বিকল হয়ে যায়। যে কারণে ৪২ মিনিট কোনো ভোটগ্রহণ হয়নি ওই বুথে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোট চলছে।
জানা গেছে, আজ বুধবার সকালে নগরীর ৫ নম্বর ওয়ার্ড কুমিল্লা উচ্চবিদ্যালয়ে মহিলা ভোটার কেন্দ্রে শুরুতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে দেখা দেয় সমস্যা। এ সময় ৬টি বুথের মধ্যে এক নম্বর বুথে ইভিএম মেশিন বিকল হয়ে যায়। এই কারণে ৪২ মিনিট কোনো ভোটগ্রহণ হয়নি ওই বুথে। পরে মোবাইল ফোনে কল পেয়ে কারিগরি টিমের সদস্য এসে বিকল মেশিনটি পরিবর্তন করে দিলে, পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
ইভিএম কারিগরি মোবাইল টিমের সদস্য আবদুল আজিজ নোমান বলেন, মনিটরে সমস্যা হচ্ছিল। তারপর আমরা মেশিনটি পাল্টে দিয়েছি।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, আজ বুধবার সকালে ভোটগ্রহণের শুরুতে এখানে ভোট মনিটরে দেখা যাচ্ছিল না। এ সময় আমরা দ্রুত মোবাইল কারিগরি টিমকে সংবাদ দেই৷ এখন মেশিন ঠিক আছে। ভোট স্বাভাবিকভাবে চলছে।
উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে দুটি কেন্দ্র রয়েছে। কুমিল্লা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নারীদের ভোট নেওয়া হচ্ছে। এখানে ১ হাজার ৯০০ জন নারী ভোটার রয়েছেন।