কুমারখালী উপজেলা প্রতিনিধি এনামুল হক ইমন :
‘মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহ্বানে, শুক্রবার (১৯) জুন সকালে উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন এই বৃক্ষরোপন কর্মসূচি উদ্ধোধন করেন। এই সময় উপজেলা যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ‘মুজিববর্ষের তিন মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা রাস্তার ধারে এবং বিভিন্ন স্কুল কলেজে গাছের চারা রোপণ করেছি। আশা করি বাংলাদেশ যুবলীগের এই ১ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি সফল হবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারিতে আমরা অল্পসংখ্যক কর্মী নিয়ে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মসূচি পালন করছি।’
উল্লেখ্য, মুজিববর্ষের নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্দ্যোগ গ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।