কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কোভিড”১৯ এই দুর্যোগের এই মহামারী সময়ে সবাই যখন অসহায় অবস্থায় দিন পার করছে, ঠিক তখনই কুষ্টিয়া ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ একদিকে আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানবসেবায় অবদান রেখে চলেছেন। ইবি থানার ভারপ্রাপ্ত ইনচার্জ জাহাঙ্গীর আরিফ এর মত সমাজের হাতেগোনা কয়েকজন বিত্তবানরাও এই মহামারি থেকে যেন অসহায় মানুষ নিরাপদে থাকে এই বিষয়টা লক্ষ্য রেখে তারা সমাজের মানুষদের পাশে কাজ করে যাচ্ছেন। তবে ইবি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ অনেকটাই ব্যতিক্রমী ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য বলে অনেকেই আখ্যায়িত করেছেন।
তিনি তার কর্মস্থল ইবি থানার সমস্ত এলাকার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি এই করোনা দুর্যোগের মুহূর্তে নিরলসভাবে রাত দিন সমানভাবে পরিশ্রম করে যাচ্ছেন তার সহকর্মীদের সাথে নিয়ে। করোনা ভাইরাসের থাবা থেকে দূরে রাখতে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় উক্ত এলাকার সাধারণ জনগণকে নিরাপত্তার নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এক কথায় বলতে গেলে করোনা ভাইরাসের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ করে যাচ্ছেন তার সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে। করোনা রোগী ও অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন এই অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ। তার এই জনসেবা এলাকাবাসী কখনোই ভুলবেন না বলে একাধিক অসহায় দরিদ্র, ছিন্নমূল, বাসিন্দারা প্রতিবেদককে জানিয়েছেন। ইতিপূর্বে দেখা গেছে ফোন পাওয়া মাত্রই তিনি অসহায় ও দরিদ্রদের বাড়িতে খাবার নিয়ে পৌছে গেছেন এমন নজির একাধিক রয়েছে তার স্বপক্ষে।
অন্যদিকে সমাজের অসহায় মানুষদের সহযোগিতার পাশাপাশি পুলিশ সদস্যরা যেন সঠিকভাবে করোনা কালীন সময়ে সঠিকভাবে সমাজের অসহায় মানুষদের মাঝে তাদের কর্মকান্ড পরিচালনা করতে পারে সেজন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অপরদিকে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থ করার জন্যও তিনি কোমর বেঁধে নেমেছেন। মানবসেবা করতে গিয়ে ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্মুখ যোদ্ধারা অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সুস্থ করার জন্য সার্বক্ষণিকভাবে তদারকি করে চলেছেন এবং প্রতিনিয়ত খোঁজখবর নিয়েছেন যাচ্ছেন। কুষ্টিয়ার ইবি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ মানুষের পাশে দেবদূত হয়ে দাঁড়ানো একজন প্রচারবিমুখ ও মিষ্টভাষী একজন অফিসার ইনচার্জ।তবে তাঁর আত্মত্যাগ ও মহতী উদ্যোগের কিছু কথা অনেকেরই অজানা রয়েছে। ইবি থানার করোনা আক্রান্ত প্রতিটি সদস্যেদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন, তাদের যে কোন প্রয়োজনে মৃত্যু ভয়কে উপেক্ষা করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাহাঙ্গীর আরিফ ।
প্রায়ই ছুটে যাচ্ছেন আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিতে। তার এই কর্মকাণ্ড দেখে অনেক পুলিশ সদস্যরা তার এই মহতি উদ্যোগকে বুকে ধারণ করে মৃত্যুকে তুচ্ছ করে তার পাশে থেকে কাজ করতে থাকেন। করোনা মহামারী থেকে রক্ষা পেতে প্রায়ই দেখা গেছে তিনি মাঠে নেমে জনগণকে সাবধান করতে রাস্তায় দাঁড়িয়ে থেকে কথা বলছেন গাড়ির ড্রাইভার, যাত্রী ও পথচারীদের সাথে। বেশ কয়েকদিন আগে কয়েকজন করোনায় আক্রান্ত রোগীর সাথে আলাপকালে জানতে পারলাম তিনি , ইবি থানা এলাকায় করোনা আক্রান্ত প্রায় প্রতিটি রোগীর মুঠোফোনে কল খোঁজ খবর নিয়েছেন সেইসাথে মনোবল বাড়ানোর জন্য অনুপ্রাণিত করেছেন। অন্যদিকে করণা কালীন সময়ের মধ্যেও আইন শৃঙ্খলা সঠিক রেখে অনেক দাগি দাগি আসামি গ্রেপ্তার করেছেন, বেশ কয়েকদিন আগে মাথপুর গ্রাম থেকে মাদকের একটি বড় চালান আটক করেছেন। সবদিক দিয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ একজন সফল পুলিশ কর্মকর্তা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।