নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়া।।
কুষ্টিয়া শহরের পেয়ারাতলায় পদ্মা ক্লিনিকে ভুল অপারেশনে এক প্রসূতির মৃত্যু হয়। এই ঘটনায় ক্লিনিকের মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করা হলেও যে ভুয়া চিকিৎসক অপারেশন করে এই রুগীকে হত্যা করেছিল সেই ঘাতককেই মামলার আসামী করা হয়নি। খুঁনিকে বাদ দিয়ে হত্যা মামলা বিষয়টি ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে। এই মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্তে কেন মুল ঘাতকের নাম উঠে আসেনি তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনার ঝড়।
সার্জিক্যাল চিকিৎসকের নাম করে ডিগ্রীবিহীন ভুয়া চিকিৎসক অপারেশন করতে গিয়ে খুঁন করে আয়েশা নামের সেই প্রসূতিকে। ছবিতে দেখা যাচ্ছে ডাঃ হোসেন ইমামের ভাই হাসান ইমাম নান্নু নিজেকে সার্জিক্যাল চিকিৎসক পরিচয় দিয়ে কিভাবে অপারেশন করছেন? ডাঃ হাসান ইমাম তাকে ডাক্তার হিসিবে বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে থাকেন এবং তাকে দিয়ে অপারেশন করার সুপারিশ করেন। যে কারনে অনেকে জানেই না যে, হোসেন ইমাম নান্নু ডাক্তার নয়।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবী অবিলম্বে ভুয়া ডাক্তার গৃহবধূ ফাতেমা খাতুনকে হত্যাকারী হাসান ইমাম নান্নু ও তাকে হত্যায় সহায়তাকারী ( সুপারিশকারী) ডাঃ হোসেন ইমামকে এই হত্যা মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় এই হত্যা মামলায় মুল হত্যাকারী মোটা অংকের অর্থের বিনিময়ে আড়ালেই থেকে যাবে।