নিজেস্ব প্রতিবেদক ,খোকসা(কুষ্টিয়া) ঃ
কুষ্টিয়ার খোকসায় পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ-২০২০ উদ্বোধন করা হয়েছে ।
আজ ২১শে জুলাই, মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ-২০২০ এর শুভ উদ্বোধন করেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দীন, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ,উপজেলা কৃষি অফিসার জনাব সবুজ কুমার সাহা ,উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, ভেটেরিনারি সার্জন জনাব পলাশ চন্দ্র সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিমুল হক প্রমুখ সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন
উপজেলা মৎস কর্মকতা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে সীমিত আকারে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২০ উদযাপন করা হয়েছে ।