জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও নাসিমের আত্নার শান্তি কামনায় খোকসায় ছাত্রলীগের দোয়া মাহফিল
কুষ্টিয়া প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় এবং সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে খোকসা উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খান এর নির্দেশনায় শুক্রবার (১৯ জুন) বিভিন্ন মসজিদে বাদ জুম্মায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এবিষয়ে জানতে চাইলে শিমুল আহমেদ খান বলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া -৩ আসনের এমপি মাহাবুব উল আলম হানিফ ভাই এবং কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি খোকসা উপজেলা হতে বার বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খানের নির্দেশনায় আমরা খোকসা উপজেলার কয়েকটি মসজিদে নাসিম ভাই এবং জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং জাতির এই ক্রান্তিলগ্ন থেকে মহান আল্লাহ পাক সবাইকে যেন হেফাজত করে, সেই জন্য আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করি।তাই সবার কাছে অনুরোধ রইলো সবাই সরকারের নির্দেশ মোতাবেক স্বাস্থ্য বিধি নিষেধ মেনে চলুন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন মহান আল্লাহ পাক তাকে হেফাজত করুক এবং নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।