নিজেস্ব প্রতিবেদক,কুমারখালী(কুষ্টিয়া) ঃ
কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ছন্দা গ্রামের একাংশে জমাটবদ্ধ পানি অপসারণে তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম,এ মুহাইমিন আল জিহান । ২২শে জুলাই বুধবার সকালে জলাবদ্ধতা নিরসনে কুমারখালী থানা পুলিশ নিয়ে অভিযানে যান তিনি ।
সামন্য বৃষ্টিতেই উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ছন্দা গ্রামের একাংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বাড়ির উঠান ও আধা পাকা রাস্তা পানিতে ডুবে যায়। জমাটবদ্ধ পানি অপসারণের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলবদ্ধতা সৃষ্টি হয় ।
অপরিকল্পীত ভাবে কাচাঁ -পাকা বাড়ি ঘর থাকার কারণে বর্ষার পানি পার্শ্ববর্তী খালে যাওয়ার সুযোগ নেই দেখে জলাবদ্ধতা দূরীকরণে তাৎক্ষণিক জনসাধারণের উপস্থিতিতে ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের জলাবদ্ধতা নিরসনে জন্য ড্রেন নির্মাণের জন্য অনুরোধ জানান কুমারখালী উপজেলার এসিল্যান্ড এম,এ মুহাইমিন আল জিহান।
এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় মেম্বার বৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন ।