নিজেস্ব প্রতিবেদক,কুষ্টিয়াঃ কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির প্রধান পৃষ্ঠপোষক ও কুষ্টিয়ার মিডিয়াবান্ধব জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এবং বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, নন্দিত সাংবাদিক নেতা শাবান মাহমুদ সপরিবারে করোনা জয় করে মহান আল্লাহপাকের অশেষ রহমতে পূনরায় কর্মক্ষেত্রে ফিরে আসায় আজ ২৯ জুন সোমবার আসর বাদ কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া- জেইউকের যৌথ উদ্যোগে কেপিসি কার্যালয়ের সাংবাদিক ফারুক আহমেদ পিনু মিলনায়তনে বিশেষ দোয়া মাহফিল ও শুকরিয়া আদায় করা হয়। কেপিসি ও জেইউকের সকল সদস্য এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।